আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ শুক্রবার (৯ মে) বাদ জুমা রাজধানীর যমুনা ভবনের সামনে বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতোমধ্যে সমাবেশ সফল করতে ফোয়ারার সামনে তৈরি করা হচ্ছে অস্থায়ী মঞ্চ। পাঁচটি ট্রাক একত্র করে তার ওপর সামিয়ানা দিয়ে মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।
এ বিষয়ে সকালে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, “সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”
তিনি বলেন, সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশ ঘিরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই পথে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং বসানো হয়েছে পুলিশি ব্যারিকেড।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার সকাল সাড়ে ৯টায় দেখা যায়, এনসিপির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করছেন এবং আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর একাত্মতা ঘোষণার পর পরিস্থিতি আরও নজরকাড়া হয়ে উঠেছে। এদিকে মঞ্চের প্রস্তুতি এবং বিরোধী শক্তির ঐক্যবদ্ধ অবস্থান ঘিরে জমায়েতে অংশগ্রহণকারী জনগণের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ