ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্রিমিয়ার লিগে সরাসরি উত্তরণের স্বপ্ন ভেঙে গেছে শেফিল্ড ইউনাইটেডের। সোমবার রাতে টার্ফ মুরে বার্নলির কাছে ২-১ গোলে হেরে শীর্ষ দুই থেকে ছিটকে পড়ে দলটি। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী—যিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ খেলা খেলোয়াড়।
ম্যাচ শেষে বার্নলি সমর্থকরা উল্লাস করতে মাঠে ঢুকে পড়লে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এ সময় কিছু দর্শক শেফিল্ডের খেলোয়াড়দের দিকে তেড়ে যান। তাদের মধ্যেই ছিলেন হামজা চৌধুরী। ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া জানান হামজা। তখন উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মী ও ক্লাব কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়। পরে পুলিশ এসে তাকে টানেলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামজা চৌধুরী কেবল কটূক্তিরই নয়, বর্ণবৈষম্যমূলক মন্তব্যেরও শিকার হয়েছেন। স্কাই স্পোর্টসের ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন পুলিশ কর্মকর্তা তাকে ধরে টানছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই একে ‘বর্ণবাদের ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছেন। কেউ কেউ বলছেন, হামজা সম্প্রতি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, এজন্যই তার বিরুদ্ধে এই আচরণ।
এ বিষয়ে শেফিল্ড ইউনাইটেড বা হামজা চৌধুরীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ম্যাচ শুরুর আগে রেফারিরা নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শেষ বাঁশি বাজার পর তারা আর ছিলেন না। পরিস্থিতি ছিল আতঙ্কজনক।”
তিনি আরও বলেন, “৪০-৫০ জন উত্তেজিত সমর্থক যখন দৌঁড়ে আসে এবং বাজে ভাষা প্রয়োগ করে, তখন মাঠ ছাড়াটা কঠিন হয়ে পড়ে। এর দায় আমাদের ঘাড়ে চাপানো উচিত নয়।”
মাঠে পারফরম্যান্সে অবশ্য হামজা ছিলেন দারুণ। ৪৭টি পাসের মধ্যে ৪২টি সফল (৮৯% সফলতা), ৩টি ট্যাকলের মধ্যে ২টি সফল, ৫টি ক্লিয়ারেন্স (৪টি হেডে), ৭টি বল পুনরুদ্ধার করে মাঝমাঠে অসাধারণ নিয়ন্ত্রণ দেখিয়েছেন তিনি।
ম্যাচে বার্নলির জয়ের নায়ক ছিলেন জোশ ব্রাউনহিল, যিনি ২৮ মিনিটে রিবাউন্ড থেকে এবং ৪৫ মিনিটে পেনাল্টি থেকে দুটি গোল করেন। শেফিল্ডের হয়ে একমাত্র গোলটি করেন টম ক্যানন।
এই পরাজয়ে ৪৪ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৮৬, ফলে প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার আশা শেষ। বার্নলি ও লিডস ইউনাইটেড ইতোমধ্যেই ৯৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে। এখন প্লে-অফের মাধ্যমেই শেফিল্ডের সামনে সর্বোচ্চ পর্যায়ে ফেরার সুযোগ।
সূত্র:সমকাল
মেসিকে নিয়ে মাঠে নেমেও জিততে পারল না ইন্টার মায়ামি
সিলেট টেস্ট চলাকালেই হৃদরোগে বিসিবির কর্মকর্তা ইকরাম চৌধুরীর মৃত্যু
শান্ত-জাকেরের দৃঢ়তায় এগিয়ে বাংলাদেশ, সিলেট টেস্টে লিড ১১২ রান
বৃষ্টিতে শুরু হয়নি দিনের খেলা, সিলেটে অপেক্ষায় দুই দল
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না