দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া এবং পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় কৃষককে আটক করার ঘটনায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সন্ধ্যায় এই বৈঠক শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশের নাগরিকদের নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার গাজী মিজানুল হক রাত সোয়া ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পসংলগ্ন ৩২০/১০ এস পিলার এলাকায় ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন ধর্মজৈন এলাকার ইসরাইলের ছেলে এনামুল হক (৪৫) এবং বনগাঁও এলাকার এনামুলের ছেলে মো. মাসুদ রানা (২২)।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের দুই কৃষক—সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেনের ছেলে ফিলিপ সরেনকে আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে তাদের বিজিবির হাতে সোপর্দ করা হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশি কৃষকরা সীমান্ত পিলারের বাংলাদেশ অংশে ধান কাটছিলেন এবং পরে পাশের ভারতীয় জমিতে ধান মাড়াই করছিলেন। এ সময়ই বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে ধরে নিয়ে যান।
ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় একপর্যায়ে উত্তেজনা ছড়ালেও পতাকা বৈঠক ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে তা দ্রুত সমাধান হয়। সীমান্তে চলমান কৃষিকাজ ও নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সূত্র:প্রথম আলো
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা