রাজধানীতে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করে চাকরি হারিয়েছেন শিক্ষা ক্যাডারের আলোচিত কর্মকর্তা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মুকিব মিয়া। তিনি ৩১তম বিসিএসে ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করেন মুকিব মিয়া। এ সময় তিনি দলীয় কর্মীদের সঙ্গে ছিলেন এবং সেই ছবি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। বিষয়টি ভাইরাল হলে প্রশাসনে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং তা সরকারের উচ্চমহলের নজরে আসে।
উল্লেখ্য, ৫ আগস্ট পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে তাকে বদলি করে লালমনিরহাটের পাটগ্রামের জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজে পদায়ন করা হয়। তবে সেখানে যোগ না দিয়ে তিনি ঢাকায় থেকেই আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে থাকেন।
এর আগে, গত বছরের আগস্টে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনায় একাধিক পোস্ট দেন মুকিব মিয়া। তার পোস্টগুলোতে আপত্তিকর ও বিদ্বেষমূলক মন্তব্য থাকায়, গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।
এমন পরিস্থিতিতে তিনি লিফলেট বিতরণে অংশ নেওয়ায় প্রশাসনিক ব্যবস্থা আরও কঠোর হয়। পরবর্তীতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় এবং তিনি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলে সক্রিয় থাকতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না। নিয়ম লঙ্ঘনের দায়ে শেষ পর্যন্ত চাকরি হারালেন আলোচিত এই কর্মকর্তা।
সূত্র:কালবেলা
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা