জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে “এ যুগের শ্রেষ্ঠ বীর” আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, "আবু সাঈদের ঋণ কখনও শোধ করা সম্ভব নয়। তাঁর প্রথম রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন করে স্বাধীন বাংলাদেশ পেয়েছি।"
শুক্রবার (৪ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুলপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাউসার হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজহারুল ইসলাম বলেন, “আমরা কখনোই জুলাই গণঅভ্যুত্থানকে ভুলতে পারবো না। আবু সাঈদ ও মুগ্ধদের জীবনের বিনিময়ে আমরা আজ বুক উঁচু করে কথা বলতে পারছি। আমরা সবসময় শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছি এবং তাদের সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, “আবু সাঈদ জীবন দিয়ে প্রমাণ করেছেন—এই দেশে অন্যায়কারী, জুলুমবাজ, গণহত্যাকারী, অত্যাচারী ও স্বৈরাচারের কোনো স্থান নেই। মহান আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাঁর এই আত্মত্যাগ শুধু তার পরিবার নয়, পুরো জাতিকে গর্বিত করেছে।”
বক্তৃতার শেষ পর্যায়ে তিনি শহীদ আবু সাঈদসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা