আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলার খামারিরা কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, এবছর উপজেলায় ১,০৯২টি নিবন্ধিত খামারে মোট ৯ হাজার ২০টি গরু ও ছাগল মোটাতাজাকরণ করা হয়েছে। যেখানে কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ৮ হাজার ৯১৬টি। ফলে চাহিদার চেয়ে কিছুটা বেশি পশু উৎপাদন হয়েছে।
তবে বাস্তব চিত্র আরও বিস্তৃত। খামারিদের সাথে কথা বলে জানা গেছে, অনেক অপঞ্জিকৃত খামার এবং গৃহস্থালি পর্যায়ে পশু মোটাতাজাকরণ কার্যক্রম এ হিসাবের বাইরে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, উপজেলায় এবার প্রায় ১২ হাজার কোরবানির পশু প্রস্তুত হয়েছে।
উপজেলার বেতাগা গরুর হাটকে কেন্দ্র করে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে গড়ে প্রায় ১০ হাজার গরু আসছে। এছাড়া যাত্রাপুর, মুক্ষাইট, দেপাড়া বাজার ও খান জাহান আলী বাজার এলাকাগুলোতেও অস্থায়ী পশুর হাট বসছে। এসব হাটে আশেপাশের উপজেলা থেকেও পশু আসছে। তবে এবার বাইরের পশুর তুলনায় স্থানীয়ভাবে পালনকৃত পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। ক্রেতারা বলছেন, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে পালিত পশুর প্রতি আস্থা বাড়ছে।
তবে এবছর সিএমবি বাজারে কোরবানির পশুর হাট বসবে না বলে জানা গেছে।
কোরবানির আগে পশু প্রস্তুতির পাশাপাশি চুরি এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে উপজেলায় কয়েকটি খামারে গরু চুরির ঘটনা ঘটেছে। ফলে খামারিরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিষয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ জানিয়েছে, রাতের টহল জোরদার করা হয়েছে এবং মানুষকে সচেতন করতে বিভিন্ন প্রচারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনেক খামারি আশঙ্কা প্রকাশ করেছেন, এবছর গো-খাদ্য, ওষুধ এবং শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে কোরবানির পশুর দাম কিছুটা বাড়তে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান, “খামারিদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।” তিনি কোরবানির সময় চামড়া ছাড়াতে বিশেষ যত্ন নিতে এবং সচেতনতামূলক লিফলেট বিতরণের বিষয়েও জানিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলার বর্তমান ইউএনও জনাব এস. এম. মুস্তাফিজুর রহমান বলেন, “এবছর উপজেলায় ৫টি কোরবানির পশুর হাট বসবে। প্রতিটি হাট ও খামারে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন তৎপর রয়েছে। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম এবং জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।”
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা