বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম বিপ্লব দাস।
অভিযানের বিবরণ
২০২৫ সালের ১ জুলাই দুপুর ২টা ১০ মিনিটের দিকে বাগেরহাট সদর মডেল থানাধীন নতুন কোর্টের দক্ষিণ পাশে জনৈক দুলাল শেখের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ-এর দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) সৈকত মল্লিক সঙ্গীয় অফিসার ফোর্সসহ।
ডিবি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় উপস্থিতি টের পেয়ে বিপ্লব দাস পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় জনগণ ও সাক্ষীদের উপস্থিতিতে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে স্বচ্ছ পলিথিন মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা
ঘটনার পর বাগেরহাট সদর থানায় মামলা নং ০২, তারিখ ০১/০৭/২০২৫ খ্রিঃ অনুযায়ী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশের অবস্থান
বাগেরহাট জেলা পুলিশ জানিয়েছে,
“মাদক নির্মূলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন। এই ধরনের অভিযান চলমান থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
প্রতিরোধ না করলে পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে মাদকের ছোবলে। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তথ্য দিন, সহযোগিতা করুন।
মাদক সংক্রান্ত তথ্য সরাসরি জেলা ডিবি পুলিশ বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হচ্ছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা