বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী খান জাহান আলী মাঠে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও আনন্দঘন ক্রিকেট ম্যাচ, যেখানে ব্যাট-বলের লড়াইয়ে অংশ নিলেন এলাকার ক্রিকেটপ্রেমী যুবসমাজ। ব্যতিক্রমী এ আয়োজনে খেলোয়াড়দের সঙ্গে খেলায় অংশ নেন বাগেরহাট-০২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা যুব উন্নয়ন বিভাগের প্রধান শেখ মনজুরুল হক রাহাদ।
এই ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজনে উপস্থিত ছিলেন শেখ এস্কেন্দার আলী, মোঃ মোশারফ হোসেন, চৌধুরী সাইফুল ইসলাম, আরমান হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ, জহির রায়হান, মোঃ শাওন, শাহাবুদ্দিনসহ স্থানীয় খেলোয়াড় এবং গণ্যমান্য ব্যক্তিরা। তরুণদের উৎসাহ দিতে অনেকেই মাঠে সরব উপস্থিতি জানান।
মাঠে তরুণদের মাঝে নেমে নিজ হাতে ব্যাট ধরেন শেখ মনজুরুল হক রাহাদ। খেলার এক ফাঁকে তিনি বলেন:
“জীবন যখন ব্যস্ততায় ক্লান্ত, তখন মাঠে ফিরে যাই শৈশবের সেই নির্মল দিনে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে এই এক টুকরো মাঠ, কিছু প্রাণবন্ত মুখ আর প্রাণ খুলে খেলাধুলা করার সুযোগ। শরীর ও মনের জন্য এর চেয়ে স্বাস্থ্যকর কিছু নেই।”
খেলার আয়োজন ঘিরে মাঠে তৈরি হয় উৎসবের আমেজ। খেলোয়াড়, দর্শক, এবং আয়োজকদের আন্তরিকতায় উঠে আসে এক অন্যরকম সামাজিক সংহতি ও বন্ধনের চিত্র। ক্রিকেটের মতো একটি জনপ্রিয় খেলার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচকতা ও নেতৃত্বের চর্চা যে সমাজ গঠনে কতটা প্রয়োজন, তা যেন নতুন করে প্রমাণ হলো এই আয়োজনের মধ্য দিয়ে।
আয়োজকরা জানান, এই ধরণের উদ্যোগ বাগেরহাটের যুবসমাজকে কেবল শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং তাদের ভেতর দলগত মানসিকতা, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা