রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনার জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ মোশারফ (২৩)। শনিবার (১৯ এপ্রিল) বিকালে বনানীর স্টার টাওয়ারের সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
পারভেজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে। তিনি মো. জসিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পারভেজ পাশের একটি ক্যান্টিনে সিঙ্গারা খাচ্ছিলেন। এসময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী তার দিকে তাকিয়ে হাসছে মনে করে বিরক্ত হন এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী—মেহরুল ইসলাম, মহাতির হাসান ও আবু তোহর গিফ্ফারিকে ঘটনাস্থলে ডেকে আনেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ড সমাধান করে দেয়।
তবে সমাধান হওয়া সত্ত্বেও পরবর্তীতে স্টার টাওয়ারের সামনে পারভেজ গেলে অভিযুক্ত তিনজন শিক্ষার্থী প্রায় ১৫ জন সন্ত্রাসীকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার ওসি মো. রাসেল সারোয়ার জানান, বিষয়টি শুরু হয় হাসাহাসি ও ভুল বোঝাবুঝি নিয়ে। প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের কিছু শিক্ষার্থী পারভেজকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ কুর্মিটোলা হাসপাতালে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
কুর্মিটোলা হাসপাতালে উপস্থিত এসআই মওদুদ জানান, প্রাথমিক তদন্তে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে। পুলিশ এ ঘটনা তদন্ত করছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন, পারভেজের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে, এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা