নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শরিফুল ইসলাম ও তানভির ইসলামের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায় কিউইরা। জবাবে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের দায়িত্বশীল ব্যাটিংয়ে সাত উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা।
১৪৮ রানের লক্ষ্য তাড়ায় ছয় ওভারের মধ্যে দুই ওপেনার নাইম শেখ (১৮) ও পারভেজ হোসেন ইমন (২৪) ফিরে গেলেও শুরুতেই ৫৩ রান তুলে নেয় বাংলাদেশ ‘এ’। এরপর বিজয় (৩৮) ও অঙ্কনের (৪২*) ব্যাটে এগিয়ে যায় দল। শেষ দিকে নুরুল হাসান সোহান অপরাজিত ২০ রান করে জয় নিশ্চিত করেন। ২৭.২ ওভারে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
এর আগে, ম্যাচের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় নিউজিল্যান্ড ‘এ’। টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানেই প্রথম চার উইকেট হারায় তারা। শরিফুল-খালেদ আহমেদের আগুন ঝরানো বোলিংয়ে শূন্য রানে ফিরে যান পাঁচ ব্যাটার। বিশেষ করে খালেদ আহমেদ তার প্রথম স্পেলে তুলে নেন তিন উইকেট।
দলের স্কোর যখন মাত্র ৬২, তখন ৮ উইকেট নেই কিউইদের। তবে মিডল অর্ডারে একাই লড়াই চালান ডিন ফক্সক্রফট। ৬৪ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এর সুবাদেই দল পৌঁছায় ১৪৭ রানে।
বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও তানভির ইসলাম তিনটি করে, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন দুটি করে উইকেট নেন।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল।