সিলেট টেস্টের তৃতীয় দিন চা-বিরতির ঠিক আগে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল বাংলাদেশ। তবে সেই চাপ আর বাড়তে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। দিনের শেষভাগে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে তাদের দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে লিড একশোর গণ্ডি ছাড়িয়েছে স্বাগতিকরা।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান, লিড ১১২। হাতে আছে ৬ উইকেট।
এদিন সকালেই বৃষ্টির কারণে প্রথম সেশন পুরোপুরি ভেসে যায়। পরে দুপুর ১টায় খেলা শুরু হলেও দিনের খেলা শেষ করা হয় বিকেল ৫টায়—৪টা ৪১ মিনিটে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর আর শুরু করা যায়নি। মাত্র ৪৪ ওভারে খেলা হলেও বাংলাদেশ তুলেছে ১৩৭ রান, হারিয়েছে ৪ উইকেট।
প্রথম ইনিংসে দায়িত্বজ্ঞানহীন শটে আউট হয়ে ৪০ রানে থামা শান্ত দ্বিতীয় ইনিংসে অনেক বেশি সংযমী। ২৬ রানে একটি জীবন পাওয়া শান্ত অপরাজিত আছেন ৬০ রানে। তার সঙ্গে ক্রিজে থাকা জাকের আলি অনিক করেছেন ২১ রান। তাদের পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৯২ বলে ৩৯ রান।
চা-বিরতির পরে ৪ উইকেটে ১৫৫ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সেই সময় আক্রমণাত্মক খেলা কমিয়ে অনেক বেশি মাটিপাকা ক্রিকেট খেলেছেন শান্ত। অপর প্রান্তে জাকেরও দিয়েছেন দারুণ সঙ্গ।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ে সেখানে তুলেছে ২৭৩ রান—৮২ রানের লিড পায় সফরকারীরা। তাই দ্বিতীয় ইনিংসই হয়ে ওঠে বাংলাদেশের জন্য ম্যাচ নির্ধারণী চ্যালেঞ্জ।
এখন হাতে থাকা ৬ উইকেটে আরও অন্তত ১৫০ রান তুলতে পারলে ম্যাচে শক্ত অবস্থান নিতে পারবে বাংলাদেশ। শান্ত-জাকেরদের ওপর তাই আগামী সকালের ভরসা থাকবে টিম ম্যানেজমেন্টের।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না