নয় বছরের অপেক্ষার পর আবার পাকিস্তানের মাটিতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে এসেছে বাংলাদেশ। সেই হারের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন দলকে। তাসকিন, মোস্তাফিজ ও নাহিদ রানার অনুপস্থিতিতে শক্তি হারিয়েছে টাইগারদের পেস আক্রমণ।
এই অবস্থায় দলে ভরসা দিতে হবে শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব ও সদ্য দায়িত্ব পাওয়া পেস বোলিং কোচ শন টেইট-কে।
স্পিনই হতে পারে ম্যাচের মোড় ঘোরানোর হাতিয়ার
স্পিন বিভাগে শেখ মেহেদি ও রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশের অন্যতম অস্ত্র। তবে শেখ মেহেদির জায়গায় সুযোগ পেতে পারেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের ঘরের মাঠে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
ব্যাটিংয়ে নজর থাকবে লিটন-তামিমদের ওপর
ব্যাটিং লাইনআপে তেমন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পারভেজ ইমন ও তানজিদ তামিম ইনিংস শুরু করতে পারেন। লিটন দাস থাকছেন তিনে, অধিনায়কের ভূমিকায়ও তাকেই নেতৃত্ব দিতে হবে ব্যাটিংয়ে।
তাওহীদ হৃদয়, জাকের আলি, ও শামীম পাটোয়ারি দলের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. পারভেজ ইমন
২. তানজিদ তামিম
৩. লিটন দাস (অধিনায়ক)
৪. তাওহীদ হৃদয়
৫. জাকের আলি অনিক (উইকেটকিপার)
৬. শামীম হোসেন পাটোয়ারি
৭. শেখ মেহেদি হাসান / মেহেদী হাসান মিরাজ
৮. রিশাদ হোসেন
৯. শরিফুল ইসলাম
১০. তানজিম হাসান সাকিব
১১. হাসান মাহমুদ
২০১৫ সালের পর এবারই প্রথম পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। হায়দার আলী, বাবর আজম, শাহিন আফ্রিদিদের মতো তারকায় ভরপুর পাকিস্তান দলের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ স্কোয়াড কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে, সেটাই এখন বড় প্রশ্ন।
লিটন দাস সংবাদ সম্মেলনে জানিয়েছেন, "ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই আমরা নামছি। মেধা আছে, এখন দরকার একাগ্রতা আর সাহস।"
অন্যদিকে পাকিস্তানের কোচিং স্টাফ হেসন-সিমন্স ইতোমধ্যেই বাংলাদেশের তরুণ স্কোয়াডকে সমীহ জানিয়ে বলেছেন, "তারা হারানোর কিছু নেই, এটাই তাদের শক্তি।"