টেস্টে ওপেনিং জুটিতে দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে আশার আলো দেখালো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা হলো দুর্দান্ত। তিন বছর পর জাতীয় টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয় এবং সাদমান ইসলামের উদ্বোধনী জুটি এনে দিলো স্বস্তির নিঃশ্বাস।
টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ২৬ ওভারে বাংলাদেশ তোলে ১০৫ রান। সাদমান ৯১ বলে ৬৬ ও বিজয় ৬৫ বলে ৩৮ রানে অপরাজিত থেকে সেশন শেষ করেন।
দিনের শুরুতেই জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে খানিকটা নড়বড়ে ছিলেন বিজয়। বিশেষ করে ব্লেসিং মুজারাবানির শর্ট বলে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা যায় তার ব্যাটে। কিছু রান আসে এজ হয়ে, তবে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে সাদমান ছিলেন শুরু থেকেই আত্মবিশ্বাসী। দারুণ কিছু ফ্লিক, অন ড্রাইভ ও কাভার ড্রাইভে বের করে নেন একের পর এক বাউন্ডারি। ৭৮ বলে ৭ চার মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পর আরও তিনটি চার আসে তার ব্যাট থেকে।
যদিও বিজয় সাদমানের মতো সাবলীল ছিলেন না, তবে রান তুলতে কোনো সমস্যা হয়নি। প্রতিপক্ষ বোলারদের মাঝারি মানের আক্রমণের বিপরীতে দুজনই খেলেন বেশ সহজভাবে। ফলে দীর্ঘ ১৩ ইনিংস পর পঞ্চাশের গণ্ডি পেরোয় বাংলাদেশের ওপেনিং জুটি, যা নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে।