"বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার অর্থ সম্পাদক মাহমুদ'র ওপর সন্ত্রাসী হামালার তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত"
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি!
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার অর্থ সম্পাদক মাহমুদ'র উপর সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা অর্থ সম্পাদক, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাহফুজুর রহমান আকন্দ'র সহ স্থানীয় আতিক হাসান, জাহাঙ্গীর শেখ, জুবায়ের, মাসুদ, আল মামুন, শাহিন শেখ, জিয়া সহ কয়েকজনের উপর গত ০৮ জুন রবিবার রাতে রামপালের গিলাতলা বাজার থেকে বাঁশতলী (বাড়ি ফেরার) পথে বিএনপি ও সাবেক আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় আল-মাহমুদ'র বাম হাত ভেঙ্গে যায়। এছাড়া তার বড় ভাই মাসুদের একটি পা, চাচাতো ভাই জুবায়ের-এর দুইটি পা ভেঙে যায়। উল্লেখ্য আল-মাহমুদ জুলাই আন্দোলনের সম্মুখ সারির অন্যতম যোদ্ধা। যিনি জীবন বাজি রেখে আন্দোলনে সরাসরি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন। আজ দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময় জুলাই যোদ্ধাদের উপর এধরনের হামলা খুবই হতাশাজনক।
এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি সেক্রেটারি এবং রামপাল শাখার ছাত্র ও সাধারণ জনগণ।