বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচটি আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো দেশের মাঠে খেলতে নামবেন বাংলাদেশ দলের দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত শোম। দুই তরুণের অভিষেক ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছে। বাফুফে আগে জানিয়েছিল, আজ দুপুর ১২টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে নির্ধারিত সময়ের আগেই নতুন করে জানানো হয়, বিক্রি শুরু হবে রাত ৮টা থেকে। টিকিফাই ডট লাইভ (tickify.live) ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনা যাবে।
মোট ১৮ হাজার ৩০০টি টিকিট ছাড়বে বাফুফে। দর্শকদের জন্য থাকছে ৯ ধরনের টিকিট ক্যাটাগরি। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। অন্যদিকে সবচেয়ে দামি টিকিট, করপোরেট ও হসপিটালিটি বক্স, প্রতিটির মূল্য ৫ হাজার টাকা। এছাড়া ভিআইপি ও ক্লাব হাউসের বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে ২ হাজার থেকে ৪ হাজার টাকার টিকিট।
এশিয়ান কাপ বাছাইয়ের এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। সিঙ্গাপুরও তাদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফলে গ্রুপে থাকা চার দলেরই পয়েন্ট এখন এক সমান। ১০ জুনের এই ম্যাচ তাই উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচের ফলাফলে বদলে যেতে পারে গ্রুপের চিত্র।