চোখেমুখে স্বস্তির আভা, কারণ আজ হারের দোলাচলে থেকেও শেষ হাসি হেসেছেন পারভেজ হোসেন। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলে সেঞ্চুরি করেছেন, গড়েছেন ছক্কার রেকর্ড। তবে এত কিছুর পর জয় না পেলে হয়তো সবই ম্লান হয়ে যেত। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পেয়েছে ২৭ রানে।
১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমিরাত শেষ ৬ ওভারে ৬০ রান তোলার সমীকরণে ছিল। তবে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ডেথ বোলিং আর আমিরাত ব্যাটারদের ভুলে বেঁচে যায় টাইগাররা। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বাঁহাতি পেসার মোস্তাফিজ। বিশেষ করে শেষ ২ ওভারে দেন মাত্র ৭ রান, যা ম্যাচের ভাগ্য বদলে দেয়।
সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন খেলেছেন অসাধারণ এক ইনিংস। ৫৩ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের টি–টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শতকের দেখা পান তিনি। আগেরটি ছিল তামিম ইকবালের, ২০১৬ বিশ্বকাপে ওমানের বিপক্ষে। পারভেজ আজ মেরেছেন ৯টি ছক্কা, যা বাংলাদেশের এক ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ। বাংলাদেশের দলীয় রেকর্ডও হয়েছে—এক ইনিংসে সর্বোচ্চ ১৩ ছক্কা।
তবে পারভেজের দুর্দান্ত ইনিংসের ছায়া বাকি ব্যাটারদের মধ্যে পড়েনি। তাওহিদ হৃদয় ২০ রান করলেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান এসেছে অতিরিক্ত থেকে। পাওয়ারপ্লেতে ৫৫ রান তুললেও মাঝের ওভারে গতি হারায় বাংলাদেশ। বিশেষ করে ১১ থেকে ১৫তম ওভারে মাত্র ৩১ রান আসে পারভেজ ও জাকেরের ব্যাটে।
শেষ ৫ ওভারে কিছুটা গতি ফিরে পায় ইনিংস, তবুও সম্ভাব্য ২২০-রানের জায়গায় থামে ১৯১ রানে।
উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তরুণ পেসার তানজিম হাসান। ইনিংসের মাঝপথে গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিরিয়ে দেন ওপেনার মুহাম্মদ ওয়াসিম (৩৯ বলে ৫৪) ও রাহুল চোপড়া (২২ বলে ৩৫)-কে।
বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টি–টোয়েন্টি খেলবে সোমবার।