এল ক্লাসিকো হলো এল ক্লাসিকোর মতোই। রোমাঞ্চ, উত্তাপ, উত্তেজনা, আক্রমণ আর গোল উৎসব—কোনো কিছুরই কমতি ছিল না এই ম্যাচে। লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ানে। কেউ কাউকে এক ইঞ্চি ছাড় দেয়নি। তবে খানিকটা হলেও এগিয়ে ছিল বার্সেলোনা। আর তাই তো রিয়াল মাদ্রিদের হৃদয় ভেঙে শেষ হাসি হেসেছে কাতালানরা। সাত গোলের এই থ্রিলারে ৪–৩ ব্যবধানে জয় তুলে নিয়ে লা লিগা শিরোপার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল হান্সি ফ্লিকের শিষ্যরা।
এ নিয়ে চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকোতেই হারের মুখ দেখেছে কোচ কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের (৭৫ পয়েন্ট) চেয়ে এখন ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা (৮২ পয়েন্ট)। পরের তিন ম্যাচের একটিতে জয় পেলেই লা লিগার শিরোপা ঘরে তুলবে ইয়ামাল-রাফিনহার দল।
তবে ম্যাচের শুরুতে দারুণ আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিক বার্সাকে কোণঠাসা করে ফেলে রিয়াল। মাত্র ১৪ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের পঞ্চম মিনিটেই পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন কাইলিয়ান এমবাপ্পে। বার্সা গোলরক্ষক সেজনির ফাউলের পর সেই সুযোগ লুফে নেন বিশ্বকাপজয়ী এ তারকা।
এরপর ১৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে। নিখুঁত এক রক্ষণচেরা শটে বার্সার জালে বল জড়ান এই ফরাসি ফরোয়ার্ড।
তবে বার্সেলোনাও থেমে থাকেনি। নিজেদের ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে খেলা বলেই হয়তো আরও উদ্দীপ্ত ছিল তারা। পিছিয়ে পড়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় কর্নার থেকে এরিক গার্সিয়ার হেডে ব্যবধান কমায় বার্সা। এরপর শুরু হয় বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তন।
৩২ মিনিটে ফেরান তোরেসের পাস থেকে গোল করেন লামিনে ইয়ামাল। আর ৩৪ মিনিটে রাফিনহা গোল করে দলকে ৩–২ ব্যবধানে এগিয়ে নেন। এর ঠিক ১১ মিনিট পর আবারও রাফিনহা গোল করেন। ফেরান তোরেস বল কেড়ে এনে পাঠিয়ে দেন রাফিনহার সামনে, যেখান থেকে ব্রাজিলিয়ান এই তারকা দারুণ শটে পরাস্ত করেন থিবো কর্তোয়াকে।
এই রোমাঞ্চকর এল ক্লাসিকোতে ১০৩ বছর পর প্রথমবারের মতো প্রথম ৩৫ মিনিটের মধ্যেই দেখা মেলে ৫ গোলের।
বিরতির পর কিছুটা গুছিয়ে খেলে রিয়াল মাদ্রিদ। ৭০ মিনিটে আবারও ভিনির সহায়তায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। তবে ততক্ষণে খেলায় ফিরে আসার পথ অনেকটাই বন্ধ হয়ে যায়। এরপর বার্সা গোল করলেও ফারমিন লোপেজের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়।
শেষ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৪–৩। রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা পায় দারুণ এক জয়, যা হয়তো চলতি লা লিগার শিরোপা নির্ধারণে মোড় ঘুরিয়ে দেবে।