১০ বছরের অপেক্ষা এবারও ঘুচল না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সেমিফাইনালে সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠা হলো না কাতালানদের। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরোপ সেরার মঞ্চে আবারো জায়গা করে নিয়েছে ইন্টার।
প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করায় দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল বার্সার সামনে। তবে সান সিরোর অতীত রেকর্ড, মাঠে ইন্টার মিলানের আধিপত্য ও ঐতিহাসিক অপরাজেয়তা এই কাজকে করে তোলে কঠিন।
ম্যাচের ২৩তম মিনিটে লাউতারো মার্তিনেস গোল করে এগিয়ে দেন ইন্টার। এরপর ৪২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হাকান চালহানওগ্লু। তবে দ্বিতীয়ার্ধে বার্সা ঘুরে দাঁড়ায়। ৫৪ ও ৬০ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। এরপর ৮৮তম মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও যায় বার্সা।
কিন্তু ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে আচেরবির গোলে ইন্টার সমতা ফেরালে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৯তম মিনিটে ফ্রাত্তেসির গোলেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।
শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেও আর গোলের দেখা পায়নি বার্সেলোনা। ইন্টার গোলরক্ষক ইয়ান সমেরের একের পর এক সেভে হতাশ হতে হয় বার্সা আক্রমণভাগকে।
এই হারে মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হলো। আর ইন্টার মিলান দ্বিতীয়বারের মতো টানা দুই বছরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিল।