সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট ম্যাচ চলাকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিসিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) টেস্ট ম্যাচের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকরাম চৌধুরী। পরে তাকে দ্রুত সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
ইকরাম চৌধুরী ২০০৯ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সাল থেকে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনসহ বিসিবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তার সহকর্মীরা জানান, দায়িত্বশীল, নিষ্ঠাবান এবং সবার প্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন ইকরাম চৌধুরী। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না