বাগেরহাটের রামপাল উপজেলায় শেখ শুভ (২১) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে মারধর করে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শাকিলা বেগম ১৮ মে (রবিবার) বিকেলে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা বাকপ্রতিবন্ধী শেখ শুভ জীবিকার প্রয়োজনে নদী-খালে কাঁকড়া ধরে সংসার চালান। গত ১৩ মে (সোমবার) বিকেল ৫টার দিকে শুভর মা শাকিলা বেগম স্থানীয় হাওলাদার পাড়ার নদীর পাড়ে গেলে একই এলাকার শিকদার ফয়সাল, তার পিতা ফিরোজ শিকদার ও সবুজ শেখ নামের তিন ব্যক্তি তার পথরোধ করে। তারা অভিযোগ করেন, শুভ নাকি তাদের ঘেরের কাঁকড়া ধরে ক্ষতি করেছে এবং এর ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা দাবি করেন।
পরবর্তীতে ১৮ মে (রবিবার) সকালে প্রতিদিনের মতো শুভ নদীতে কাঁকড়া ধরতে গেলে দুপুর দেড়টার দিকে ফেরার সময় নদীর পাড়ে হঠাৎ করে ফিরোজ শিকদার তাকে মাটিতে ফেলে মাথা চেপে ধরে রাখেন, যার ফলে তার শ্বাসরোধের উপক্রম হয়। এরপর সবুজ শেখ শুভকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে আহত করে। স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রামপাল থানার ডিউটি অফিসার অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা