বগুড়ার সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় এক নারকীয় হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একদল দুর্বৃত্ত স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মান্নান মন্ডলের (৭০) বাড়িতে হামলা চালিয়ে তাকে বেঁধে নির্মমভাবে মারধর করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
আহত আব্দুল মান্নান মৃত আব্বাস আলীর পুত্র। তিনি ঐ এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
পরিবার সূত্রে জানা গেছে, রাত গভীর হলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এরপর ঘরের ভেতরে তাণ্ডব চালিয়ে মূল্যবান জিনিসপত্র ও টাকা-পয়সা লুট করে চম্পট দেয়।
পরে স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় অভিযোগ জানানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা