খাগড়াছড়ির পর এবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার পর তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া। তিনি জানান, বুধবার আটক হওয়া এই ১৫ জনের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ শিশু।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের আসাম রাজ্যে বসবাস করছিলেন। হঠাৎ করে পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিকভাণ্ডার এলাকায় নিয়ে আসে এবং বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাদের ধলই সীমান্ত দিয়ে গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারা আরও জানান, তাদের সঙ্গে তিন শতাধিক মানুষ ছিল, তবে বাকিদের কোন সীমান্তে পাঠানো হয়েছে, তা তারা জানেন না। আটকরা দাবি করেন, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।
স্থানীয় জনপ্রতিনিধিদের বক্তব্যেও পুশইন ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাধবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বিনা রানী দেব জানান, বিজিবি যখন তাদের থানায় নেওয়ার জন্য গাড়িতে তুলছিল, তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন। তবে পরে তাদের থানায় নেওয়া হয়নি। মাধবপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীলও বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, “বিজিবি ১৫ জনকে আটক করেছে বলে শুনেছি। তবে এখন পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি।”
বিজিবি জানায়, আটকরা বাংলা ভাষায় কথা বলায় তারা বাংলাদেশি কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাত ও বুধবার সকালে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে ৪৪ জন এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৬ জনকে পুশইন করে বিএসএফ।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা