বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন এর কুমলাই গ্রাম এর দাউদ খালি নদীর উপর নির্মিত এই ব্রিজ এর কাজটা শুরু হইছে শেষ হয় না,দোসর
আওয়ামীলীগে আমলে এই কাজ শুরু হইছে তখন ও ব্রিজ নিয়ে কথা তো দূরে থাক এলাকার জনসাধারণ ব্রিজের কাছে যাওয়া ও সম্ভব ছিল না ।
২০২৩ এ কাজ শুরু হইছে ১ বছরে শেষ হওয়া কথা কিন্তু দুর্নীতির কারণে কোন অগ্রগতি হয়নি /
প্রথমে ৪ কোটি পরে আরও বাজেট হয়,,
দোসর আওয়ামীলীগ সরকারের কনটাক্টর থেকে ইন্জিনিয়ার কতটাকা ও দুর্নীতি লুটপাট করছে তার ইয়ত্তা নাই,,
মানুষের যে কি ভোগান্তি তা ও বলে শেষ নাই
প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে, বাজার, ভূমি অফিস, স্কুল কলেজ এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেতে এই ব্রিজটি ব্যবহার করা হয় কিন্তু এখন তো নিরুপায়।
কতশত রোগী, কতশত মানুষ মোংলা পোর্ট এ কাজ করে তাদের ও ভোগান্তি,,
সার্বিক দিক বিবেচনা করে যারা এই ব্রিজটির কাজ আবার হাতে নিয়েছেন তাদের প্রতি দ্রুত শেষ আহ্বান,।
যদি দ্রুত ব্রিজের কাজ না হয়, তাহলে এলাকা বাসী মানববন্ধন করতে বাধ্য হবে বলে মনে করেন
,
সামনে বৃষ্টির সেশন, আরও ভোগান্তি,, এলাকাবাসীর ক্ষোভ অতি দ্রুত সরকারের দৃষ্টি দেওয়া উচিত মনে করেন।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা