সিলেটের জাফলংয়ের নলজুরী এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মাঠ দখলের চেষ্টার ঘটনা একটি গুরুতর সার্বভৌমত্ব-সংক্রান্ত ইস্যু। বৃহস্পতিবার স্থানীয় যুবকেরা মাঠে ক্রিকেট খেলার সময় বিএসএফ হঠাৎ এসে বন্দুক তাক করে সরে যেতে বলে। কিন্তু প্রাণের ঝুঁকি নিয়েও স্থানীয়রা পিছু হটেনি, বরং প্রতিরোধ গড়ে তোলে এবং ভারতীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য করে।
স্থানীয়দের দাবি, বিএসএফ ২০১৫ সালের সীমান্ত চুক্তির অজুহাতে ওই মাঠ দখল করতে চেয়েছে। তারা প্রশ্ন তোলে, যদি সেই চুক্তিতে এই জমি ভারতের হয়ে থাকে, তাহলে তখনই সীমানা নির্ধারণ ও পিলার স্থাপন করা হতো—এখন, ২০২৫ সালে এসে কেন দখলের চেষ্টা? এলাকাবাসী বলছে, এটি তাদের দীর্ঘদিনের খেলার মাঠ, যা তারা কোনোভাবেই ছাড়তে রাজি নয়।
এই ঘটনা শুধু একটি স্থানীয় সংকট নয়, বরং বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনা ও চুক্তির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে। পাশাপাশি এটি স্থানীয় মানুষদের জাতীয় চেতনা ও ভূমি রক্ষায় সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সীমান্ত রক্ষী বাহিনীর দ্রুত পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
সূত্র:দৈনিক জনকন্ঠ
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা