জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বক্তৃতায় বলেছেন, সমাজে যে অবক্ষয় ও বেতমিজি ছড়িয়ে পড়েছে, তা পরিবর্তনের জন্য যুব সমাজকে আবারও অগ্রণী ভূমিকা নিতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল দক্ষিণ থানার সহযোগী সদস্য সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি সভ্য, মানবিক বাংলাদেশ গড়তে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোরআনিক সমাজব্যবস্থার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনে নিজেকে আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে কবুল করার মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইতিহাসে কখনো যুবকদের হাত ছাড়া সমাজ পরিবর্তনের উদাহরণ নেই। তিনি রাসুল (সা.)-এর পর খোলাফায়ে রাশেদীনের শাসনব্যবস্থাকে দুনিয়ার শ্রেষ্ঠ শাসন হিসেবে বর্ণনা করে বলেন, সেই সময়ের মতোই কোরআনের আলোকে গড়া একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে দলীয় বিভেদ থাকবে না এবং সমাজের সব মানুষ নিরাপত্তা ও সম্মানজনক কাজ পাবে।
এ ধরনের শাসনব্যবস্থা ফিরে পাওয়ার জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ঘরে ঘরে সচেতনতা সৃষ্টি এবং সমাজকে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সূত্র:আমার দেশ
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ