পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী, কল্যাণ রায় (শুভ)। মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পরীক্ষা শেষে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাকে শনাক্ত করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কল্যাণ রায় ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ ছাত্রলীগের পাবিপ্রবি শাখার সহ-সভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় তিনি একাধিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালের রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলে তিন শিক্ষার্থীকে ডেকে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মারধর করেন কল্যাণসহ অন্যরা। তাদের ‘শিবির’ ট্যাগ দিয়ে পাশবিক নির্যাতন চালানো হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। এসব ঘটনার বিচার দাবি করা হলেও তৎকালীন প্রশাসন ব্যবস্থা নেয়নি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সামা বলেন, কল্যাণ রায় তাকে জেলা সমিতির প্রোগ্রামের কথা বলে ছাত্রহলে ডেকে নিয়ে যান এবং সেখানেই কয়েকজন মিলে তাকে নির্যাতন করেন। প্রক্টর অফিসে থাকাকালে কল্যাণ রায় জানান, তিনি শুধু ডেকে এনেছিলেন, কিন্তু কাউকে মারধর করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, বিষয়টি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে বিধায় পুলিশকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র:নয়াদিগন্ত
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা