বাংলামটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে এক মাসের ব্যবধানে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানিয়েছেন, ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। বিস্ফোরণে কেউ আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ নিয়ে গত এক মাসে একই জায়গায় তিনবার ককটেল হামলার ঘটনা ঘটল। এর আগে ২৪ জুন বিস্ফোরণে চারজন আহত হন। এনসিপি নেতাদের দাবি, হামলার সময় তাদের সদস্য সচিব আখতার হোসেন ঘটনাস্থলেই ছিলেন। তার আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তারা।
এনসিপি অভিযোগ করেছে, বারবার এমন হামলার পরও প্রশাসনের নির্লিপ্ত আচরণ উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলের নেতারা।
পুলিশ এখনো পর্যন্ত কোনো ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ