বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদে VWF কার্ড বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাজহারুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে জামায়াত-ই-ইসলামীর কর্মী হিসেবে পরিচিত।
রোববার (১ জুন) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কার্ড বিতরণ চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মাজহারুলের ওপর হামলা চালায়। এতে তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— বেতাগার আইয়ুব আলীর ছেলে মাসুদ রানা আরিফ, হুমায়ুন কবিরের ছেলে রাকিব মোড়ল, করিম ফকিরের ছেলে শহিদ এবং ইলিয়াস শেখের ছেলে কামরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিএনপির কর্মী।
বেতাগা ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কার্ড বিতরণ নিয়ে প্রথমে হট্টগোল হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।”
এ বিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা