বাংলা নববর্ষ ১৪৩২: ঢাকায় বৈশাখী আনন্দের নানা আয়োজন
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় পথচলার বার্তা নিয়ে এসেছে বাংলা নববর্ষ। বর্ষবরণ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মেলা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। ঢাকায় উল্লেখযোগ্য আয়োজনগুলো হলো:
জাতীয় জাদুঘর
সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের উদ্যোগে জাতীয় জাদুঘরের সামনে সকাল ৭টা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "ওই নতুনের কেতন ওড়ে" শিরোনামে অনুষ্ঠানে পরিবেশিত হবে চিরায়ত বাংলা গান, দেশাত্মবোধক গান, জারি-সারি, গম্ভীরা ও নাটিকা। অংশ নেবে সাইমুম, অনুপম, জাগরণ, উচ্চারণ, সন্দীপন, সওগাত, মহানগর, রাজধানী এবং স্বপ্নবাড়ী শিল্পীগোষ্ঠী। সভাপতিত্ব করবেন দেশীয় সংস্কৃতি সংসদের সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ।
রমনা বটমূল
বৈশাখের প্রথম প্রহরে সকাল ৬টা ১৫ মিনিটে ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে। দিনভর চলবে গান ও সাংস্কৃতিক পরিবেশনা। আশপাশের দোকানগুলোতে থাকবে পান্তা-ইলিশের আয়োজনও।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী বৈশাখী আয়োজন থাকবে। থাকছে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, প্রদর্শনী এবং বাউল গানের আসর।
সোহরাওয়ার্দী উদ্যান
১৩ এপ্রিল বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের আয়োজন করা হয়েছে। পারফর্ম করবে ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস এবং স্টন ফ্রি। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ডগুলোর পরিবেশনাও থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
পহেলা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, যেখানে সমতল ও পাহাড়ের ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে। টিএসসি এলাকাজুড়ে থাকবে গ্রামীণ মেলার পরিবেশ। অংশ নিতে পারেন চারুকলার ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায়ও।
অন্যান্য আয়োজন
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না