চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে আবারও ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান। পরে মতলব ও চাঁদপুর সদরের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় বাবুরহাট-মতলব পেন্নাই সড়কের পাশে মুন্সিরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১৪টি দোকান পুড়ে যায়। এতে ৫-৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, কোথায় থেকে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে। তবে স্থানীয়রা বলছে, বাজারে নবীর স্টোর নামের এক হার্ডওয়ার ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়দের কাছ থেকে প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।'
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম খোকন জানান, আজ শুক্রবার সকাল ৭টার পর হঠাৎ করে আগুন লাগে। কয়েকটি দোকানে দাহ্য পদার্থ থাকায় পরে তা মুহূর্তের মধ্যে দ্রুত আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে ফার্মেসি, হার্ডওয়ার, মুদি দোকান, ফলের দোকানসহ ১৪টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকজন দোকানি জানান, ঈদের পর অনেকেই নতুন করে মালামাল ক্রয় করেছেন। যার সবটুকু দোকানেই ছিল। তাছাড়া গতকাল বৃহস্পতিবার মালামাল বিক্রির টাকাও দোকানের ক্যাশে রেখে যান তারা। আগুনে সব পুড়ে গেছে।কয়েক মাস আগেও এ বাজারে আগুনে ১২টি দোকান মালামালসহ পুড়ে যায়।
জানা যায়, মুন্সিরহাট বাজারে আগুন লাগার পর দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে প্রায় বন্ধ ছিল। এ সময় ওই সড়কে প্রচণ্ড যানজট তৈরি হয়। যে কারণে, বিকল্প পথ দিয়ে চাঁদপুর-ঢাকা পথে ছোটবড় চলাচলকারী যানবাহনগুলোকে চলাচল করতে হয়।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না