ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে তারা ইনস্টিটিউট থেকে মিছিল সহকারে এসে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধে চারদিকের সড়ক বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা অবরোধে নেমেছে। আমরা তাদের প্রস্তাব দিয়েছি, প্রতিনিধি পাঠিয়ে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে। কিন্তু তারা জানিয়েছে, কোনো প্রতিনিধি যাবে না, বরং কর্তৃপক্ষকেই ঘটনাস্থলে এসে দাবি শুনতে হবে।”
শিক্ষার্থীরা বলছে, তারা আগেও একাধিকবার এই দাবিগুলো তুলেছেন, কিন্তু কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা। যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট আশ্বাস না মিলবে, ততক্ষণ আন্দোলন চলবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো—
১. অবৈধ নিয়োগ ও পদোন্নতি বাতিল: হাইকোর্ট কর্তৃক বাতিল হওয়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবৈধভাবে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের রায় কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।
২. ডিপ্লোমা কোর্সে ভর্তির শর্ত সংশোধন ও কারিকুলাম উন্নয়ন: যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম ও ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালুর দাবি।
৩. পেশাগত মর্যাদা রক্ষা: উপসহকারী প্রকৌশলী পদের জন্য সংরক্ষিত আসনে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং নিয়োগে ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নিতে হবে।
৪. কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ: প্রশাসনিক পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ এবং সব শূন্য পদে দক্ষ জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
৫. স্বতন্ত্র মন্ত্রণালয় ও সংস্কার কমিশন: ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ নামে একটি আলাদা মন্ত্রণালয় এবং ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি।
৬. উচ্চশিক্ষার সুযোগ: উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য শতভাগ আসনে ভর্তি নিশ্চিত করতে হবে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে পুলিশ। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা কর্তৃপক্ষের আশ্বাস নয়, সুনির্দিষ্ট ঘোষণা চায়। আন্দোলন চলাকালে তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানারে বিভিন্ন স্লোগান দেখা গেছে।
সড়কে যান চলাচল বন্ধ থাকায় তেজগাঁও-মগবাজার ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে। সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা