জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে চলমান ছাত্রজনতার অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর যমুনা ভবনের সামনে এই অবস্থান শুরু হয়, যেখানে শুক্রবার সকাল ৮টায় উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এই সময় উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, শাহীন আহমেদ খান এবং শাহবাগ থানা আমির অ্যাডভোকেট মাহফুজুর রহমান।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ছিল আওয়ামী লীগ। তাদের নিষিদ্ধ করতেই হবে। অন্তর্বর্তী সরকার আট মাস সময় পেয়েছে, এটি যথেষ্ট। আর সময় দেয়া হবে না। এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ছাত্রজনতা ঘরে ফিরবে না।”
তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ছাত্রদের আন্দোলনের খোঁজখবর রাখছেন এবং এই আন্দোলনের প্রতি পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী এই আন্দোলনের পাশে থাকবে।”
সরকারকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, “এখানে কোনো ব্যারিকেড দেবেন না। ব্যারিকেড দিলে সারাদেশে আমরা ব্যারিকেড দিতে জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সবাইকে একাত্মতা ও সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
অবস্থান কর্মসূচিতে বৃহস্পতিবার রাত থেকেই দলমত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিতে শুরু করেন। উপস্থিত সংগঠনের মধ্যে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য এবং ইনকিলাব মঞ্চ।
সূত্র:আমার দেশ
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ