কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলির ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে কাশ্মীরের একাধিক স্থানে ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে পাকিস্তানি সেনারা, এমন অভিযোগ তুলেছে ভারত। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে। দিল্লির অভিযোগ, টানা দ্বিতীয় রাত এ ধরনের উসকানিমূলক আচরণ করেছে পাকিস্তান।
সাম্প্রতিক এই ঘটনার পেছনে কয়েক দিন আগে জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার ছায়া রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় পাঁচজন সন্ত্রাসী ২৬ জন ভারতীয় পর্যটককে হত্যা করে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’। ভারতীয় গোয়েন্দারা দাবি করেছেন, এ হামলার পেছনে ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের সম্পৃক্ততা রয়েছে।
পহেলগাম হামলার পর থেকেই নয়াদিল্লি কড়া অবস্থান নিয়েছে। ভারত সরকার সিন্ধু পানিচুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়েছেন, “পাকিস্তানে এক ফোঁটাও জল যাবে না।” একই সঙ্গে বন্ধ করা হয়েছে দুই দেশের মধ্যে ভিসা পরিষেবা, কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং পর্যটকদের দ্রুত ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
এই অবস্থায় পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদও কড়া পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান ঘোষণা করেছে, তারা ভারতের সঙ্গে থাকা ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি’ বাতিল করছে, যার মধ্যে ঐতিহাসিক সিমলা চুক্তিও রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানোর প্রতিদিনের অনুষ্ঠান।
সীমান্তে গোলাগুলি ও কূটনৈতিক টানাপোড়েনে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা সামরিক সংঘাতে গড়াতে পারে।
সংগৃহিত প্রতিবেদন
ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন নয়, নিজেরাই মিটিয়ে নেবে: ট্রাম্প
যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি মুক্তির প্রস্তাব হামাসের
রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি ওয়াইসির শ্রদ্ধা, কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদের আহ্বান
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না