গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরনের প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েল যদি আগামী পাঁচ বছরের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়, তাহলে তারা একবারেই সকল জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির।
হামাসের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, "আমরা এক দফায় বন্দি বিনিময় এবং পাঁচ বছরের যুদ্ধবিরতির চুক্তিতে রাজি।" এ প্রস্তাব নিয়ে শনিবার কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে হামাসের প্রতিনিধি দলের।
এর আগে ইসরায়েল ১০ জন জীবিত জিম্মির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে হামাস তা প্রত্যাখ্যান করে। তারা স্পষ্ট করে জানিয়েছে, কোনও আংশিক চুক্তিতে তারা রাজি নয়। হামাসের দাবিতে রয়েছে, যুদ্ধ পুরোপুরি বন্ধ করা, ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার, ব্যাপক বন্দি বিনিময় এবং পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করা।
অন্যদিকে, ইসরায়েল তাদের অবস্থানে অনড় রয়েছে। তারা জানিয়েছে, সকল জিম্মির মুক্তি এবং হামাসসহ গাজার সকল সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ তাদের জন্য ‘রেড লাইন’, যাতে কোনো ছাড় দেওয়া হবে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক আকস্মিক হামলার মাধ্যমে যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় ১,২১৮ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। সেদিন মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যাদের মধ্যে এখনও ৫৮ জন গাজায় আটক রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৩৪ জন ইতোমধ্যে মারা গেছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এক দফা যুদ্ধবিরতির সময় হামাস ৩৩ জন জিম্মিকে ফেরত দেয়, যাদের মধ্যে আটজন ছিলেন মৃত। ওই সময় ইসরায়েল প্রায় ১,৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছিল।
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫১,৪৩৯ জন ফিলিস্তিনি। শুধু গত ১৮ মার্চ থেকে ইসরায়েলি হামলা ফের শুরু হওয়ার পরই নিহত হয়েছেন অন্তত ২,০৬২ জন।
চলমান সংকটের অবসানে হামাসের নতুন প্রস্তাব দুই পক্ষের আলোচনায় কতটা প্রভাব ফেলবে, সে দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।
সংগৃহিত প্রতিবেদন
ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন নয়, নিজেরাই মিটিয়ে নেবে: ট্রাম্প
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি
রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি ওয়াইসির শ্রদ্ধা, কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদের আহ্বান
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না