ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন শহর পহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। পাল্টাপাল্টি পদক্ষেপ নেওয়ার মধ্যে উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে।
এমন উত্তেজনাকর পরিস্থিতিতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, ভারত ও পাকিস্তান শেষ পর্যন্ত বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নেবে। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
কাশ্মীরের পহেলগামে সংঘটিত ওই হামলায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হন। আহত হন আরও ১৭ জন। নিহতদের অধিকাংশই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক, একজন ছিলেন নেপালের নাগরিক। জনপ্রিয় এই পর্যটনস্থল প্রতি গ্রীষ্মে হাজার হাজার ভ্রমণপ্রেমীকে আকর্ষণ করে।
রাষ্ট্রীয় বিমান এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে বহু শতাব্দী ধরে। তার ভাষায়, 'এই দুই দেশের মধ্যে ১,৫০০ বছর ধরে টানাপোড়েন রয়েছে, আগেও যেমন ছিল, এখনও তেমনই চলছে।'
তিনি আরও বলেন, 'তবে তারা এটা মীমাংসা করে ফেলবে—একভাবে হোক কিংবা অন্যভাবে। পাকিস্তান ও ভারতের মধ্যে অনেক দিন ধরেই উত্তেজনা চলছে, এবং এটা নতুন কিছু নয়।'
সাংবাদিকরা জানতে চাইলে, তিনি কি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বা নরেন্দ্র মোদির সঙ্গে যোগাযোগ করবেন? জবাবে ট্রাম্প বলেন, 'আপনারা জানেন, আমি ভারত ও পাকিস্তান—দুই দেশের সঙ্গেই খুব ঘনিষ্ঠ। কাশ্মীর ইস্যু বহুদিন ধরেই চলছে, সম্ভবত এক হাজার বছর, তার চেয়েও বেশি সময় ধরে।'
দক্ষিণ এশিয়ায় পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, 'আমরা কাশ্মীর বা জম্মুর অবস্থান নিয়ে বর্তমানে কোনো অবস্থান নিচ্ছি না। এ বিষয়ে বলার মতো এটাই সব।'
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও পাকিস্তান ও ভারতকে 'সর্বোচ্চ সংযম' প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে তার মুখপাত্র স্তিফেন দুজারিক বলেন, 'মহাসচিব অত্যন্ত গভীর উদ্বেগ ও মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।'
তিনি আরও বলেন, 'আমরা উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানাই, যেন তারা এমন কোনো পদক্ষেপ না নেয় যা পরিস্থিতিকে আরও অবনতি ঘটাতে পারে।'
দুজারিক জানান, মহাসচিব এখনও ভারতের বা পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি। তবে তিনি বলেন, 'আমাদের বিশ্বাস, পাকিস্তান ও ভারতের মধ্যকার সব সমস্যা পারস্পরিক সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান হওয়া উচিত এবং সম্ভব।'
ভারতের একতরফা পদক্ষেপে ১৯৬০ সালের সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে দুজারিক বলেন, 'এটিও আমাদের সর্বোচ্চ সংযমের আহ্বানের পরিপ্রেক্ষিতেই পড়ে। আমরা মনে করি এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও বাড়িয়ে তোলে।'
তবে জাতিসংঘের এই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে।
শুক্রবার আজাদ জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি বার্তা সংস্থা এএফপিকে জানান, 'রাতভর দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে, তবে বেসামরিক এলাকায় কোনো গুলি ছোড়া হয়নি।
পহেলগাম হামলার পর ভারত সরকারের একতরফা ও আক্রমণাত্মক পদক্ষেপের জবাবে পাকিস্তান একাধিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে বাণিজ্য স্থগিত করা এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত।
ভারতের নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করা। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এ চুক্তি বহু যুদ্ধ ও বৈরিতার মধ্যেও টিকে ছিল।
সূত্র:টিবিএস
যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি মুক্তির প্রস্তাব হামাসের
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি
রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কাশ্মীরে হামলায় নিহতদের প্রতি ওয়াইসির শ্রদ্ধা, কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদের আহ্বান
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না