রিভাইভার স্পোর্টিং ক্লাব লিমিটেডের উদ্যোগে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার ৬৪টি ফুটবল ক্লাবকে নিয়ে আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট ২০২৫” আজ শুক্রবার (২০ জুন ২০২৫) সকাল ৭টায় বনানী টিএন্ডটি কলোনি মাঠে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রিভাইভার স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এবং ফেনী-৩ (দাগনভূঞা, সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ আসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই, লাঙ্গলকোট, সদর দক্ষিণ) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মু. ইয়াছিন আরাফাত, সমাজসেবক মোল্লা মো. নাজিম উদ্দীন, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মু. আতিকুর রহমান এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. এস. এম. খালিদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রিভাইভার স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. মু. মঈন উদ্দিন এবং পরিচালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও ক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন খান সজল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খান হাবিব মোস্তফা, সেক্রেটারি হাসানুল বান্না চপল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ আবু তোরাব পান্না ও আইন সম্পাদক অ্যাডভোকেট কবির হোসাইন।
প্রথম দিনে রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকার আটটি ক্লাবের অংশগ্রহণে নকআউট ও সেমিফাইনাল পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাড্ডা গ্রীন ক্লাব, বনশ্রী এলায়েন্স, প্লাটিনাম ক্লাব বসুন্ধরা, বাড্ডা উত্তর স্পোর্টিং ক্লাব এবং রামপুরা ইয়ুথ ক্লাব।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, এই টুর্নামেন্ট তরুণ, কিশোর ও যুব ফুটবল প্রতিভাদের খুঁজে বের করার একটি সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে হলে স্থানীয় ফুটবলের উন্নয়ন প্রয়োজন, আর এই আয়োজন তেমনই একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।