বাগেরহাটের তিনটি পৌরসভার ১২ জন কর্মচারিকে একযোগে বদলী করেছে স্থানীয় সরকার বিভাগ। বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে। বদলী হওয়া এই কর্মচারিদের আগামী ১৯ জুন স্ব স্ব কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাগেরহাট পৌরসভাগুলোতে প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলী করল স্থানীয় সরকার বিভাগ।
এরমধ্যে বাগেরহাট পৌরসভার বেশ কয়েকজন কর্মচারির বিরুদ্ধে পৌরসভার নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে।
বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের ৪৬০০০০০০০৬৩৯৯০০৩২৪-৯ নম্বর পরিপত্রের নির্দেশনার আলোকে বাগেরহাট পৌরসভা, মোংলাপোর্ট পৌরসভা ও মোরেলগঞ্জ পৌরসভায় কর্মরত কর্মচারিদের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে জনস্বার্থে এই বদলী করা হল।
তারা হলেন, বাগেরহাট পৌরসভার বাজার পরিদর্শক এ কে এম সেলিম, সহকারি কর নির্ধারক মো. সেলিম ফকির, স্বাস্থ্য সহকারি প্রভাত চন্দ্র সাহা, উচ্চমান সহকারি মো. নাসিরউদ্দিন হাওলাদার, বনমালা পাল, নিন্মমান সহকারি কাম মুদ্রাক্ষরিক হাওয়া খাতুন, আশীষ কুমার হোড়, প্রধান সহকারি মো. রফিকুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক শেখ শহীদুল কবির, রোড রোলার চালক দীপু বিশ্বাস, মোরেলগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. ফাহাদ হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর এস এম বাদল, মোংলাপোর্ট পৌসভার নিন্মমান সহকারি কাম মুদ্রাক্ষরিক মো. হাসান ও রোড রোলার চালক মো. সিদ্দিক। এরমধ্যে বাগেরহাট পৌরসভার সর্বোচ্চ নয়জন কর্মচারিকে একযোগে বদলী করল স্থানীয় সরকার বিভাগ।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা