ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও মোটিভেশনাল স্পিকার ড. আ জ ম ওবায়েদুল্লাহর জানাজা শনিবার (১০ মে) চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণ করেন ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।
ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা আ জ ম ওবায়েদুল্লাহ উচ্চশিক্ষা অর্জন করেন চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে তিনি কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একজন স্বনামধন্য মোটিভেশনাল স্পিকার হিসেবে তিনি তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। পাশাপাশি তিনি সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও সুপরিচিত ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্ট–এর সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিন–এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার রচিত বই "তরুণ তোমার জন্য" এবং "স্বপ্নের ঠিকানা" দেশের পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
বাংলাদেশের শিক্ষা ও চিন্তাচর্চার জগতে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা