ভারতের গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে এক হাজার ২৪ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ভারতের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার বাংলাদেশি অভিবাসীদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে বর্ণনা করে, যাদের তারা দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভিবাসনবিরোধী প্রচারণার মাধ্যমে সংখ্যাগুরু হিন্দু ভোটারদের সমর্থন বাড়ানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
গুজরাট সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সারারাত ধরে চালানো অভিযানের মাধ্যমে যৌথভাবে এক হাজার ২৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যারা অবৈধভাবে বসবাস করছিলেন।’’
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, যারা এখনও অবৈধভাবে অবস্থান করছেন, তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য দুইদিন সময় দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিরা মাদক পাচার, মানবপাচার এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে জাল পরিচয়পত্র তৈরির একটি চক্রের সন্ধানে তদন্তও শুরু হয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়েই বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন বেড়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছে।
বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ একাধিক অভিযোগে তাকে ফেরত চাইলেও ভারত এখনও এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া দেয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশিদের বিরুদ্ধে ভারত সরকারের এ ধরনের কঠোর অবস্থান কেবল অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতেই নেওয়া হচ্ছে।
সূত্র:বিবিসি
কানাডায় লাপু লাপু উৎসবে গাড়িচাপায় ৯ জনের প্রাণহানি
ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০
পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মিরে অকাল বন্যা
কাশ্মীরের পেহেলগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত, পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না