পাকিস্তানের কাশ্মির অঞ্চলের প্রধান নদী ঝিলামের পানির প্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ায় মধ্যম মানের বন্যা সৃষ্টি হয়েছে। এতে স্থানীয়দের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে মুজাফ্ফরাবাদ বিভাগীয় প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ায় এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, "ঝিলাম নদীতে ভারত অতিরিক্ত পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে।" বন্যার প্রভাব মোকাবেলায় স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজের প্রতিবেদন অনুসারে, ভারত পাকিস্তানকে অবহিত না করেই অতিরিক্ত পানি ছাড়ছে। এর ফলে ঝিলাম নদীর পানি দ্রুত বেড়ে যায় এবং পাকিস্তানে প্রবাহিত হয়। এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঝিলাম নদী সিন্ধু নদের একটি উপনদী, এবং সিন্ধু নদ পানি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি রয়েছে। তবে সম্প্রতি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদী নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, "সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে— হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে নয়তো তাদের (ভারতীয়) রক্ত বইবে।"
এদিকে, ভারত গত মঙ্গলবার জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে অভিযুক্ত করেছে। এর পরেই ভারত সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানকে এক ফোঁটা পানি না দেওয়ার হুমকি দেয়। ভারতীয় জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, "সরকার একটি রোডম্যাপ তৈরি করেছে এবং তিনটি অপশনের ভিত্তিতে কাজ করছে যাতে পাকিস্তানে এক ফোঁটা পানি না পৌঁছাতে পারে।"
এই উত্তেজনার মধ্যে, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে সতর্ক করে দেওয়া হয়েছে যে, সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করার চেষ্টা যুদ্ধের কারণ হতে পারে।
সূত্র: আলজাজিরা, দুনিয়া নিউজ
কানাডায় লাপু লাপু উৎসবে গাড়িচাপায় ৯ জনের প্রাণহানি
ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০
ভারতের গুজরাটে বাংলাদেশিদের বিরুদ্ধে বড় অভিযান, রাতেই গ্রেপ্তার এক হাজার
কাশ্মীরের পেহেলগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত, পাকিস্তানের কঠোর প্রতিক্রিয়া
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না