দেশে এক হাজার ৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করার কাজ বর্তমানে চলছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আজ সোমবার (তারিখ উল্লেখ করা হলে ভাল হতো) বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন,
“সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ১ হাজার ১৩৫টি মাদ্রাসার ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং ৫১৩টি বহুতল ভবনের কাজ চলছে। দেশের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্তির প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরও জানান,
“মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে ৪৯৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাগুলো এমপিওভুক্তির জন্য ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।”
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন,
“কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দেশ ও বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার ১৯ শতাংশ। আগামীতে এটি বাড়ানোর লক্ষ্যে প্রতিটি বিভাগে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে।”
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা