ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেড এখনও টিকিয়ে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ওঠার ক্ষীণ স্বপ্ন। শুক্রবার রাতে ঘরের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে সম্ভাবনার দরজা পুরোপুরি না খুললেও একেবারে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকেও বেঁচে গেছে তারা।
ব্র্যামল লেইনে অনুষ্ঠিত এই ম্যাচে গোল দুটি করেন গুস্তাভো হ্যামার এবং বেন ব্রেরেটন। ম্যাচের ৩৩তম মিনিটে শেফিল্ডকে এগিয়ে দেন হ্যামার। এরপর পুরো ম্যাচজুড়েই তারা রক্ষণভাগে সুসংহত থেকে আক্রমণ চালিয়ে যেতে থাকে। দ্বিতীয়ার্ধের ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিলিয়ান ফরোয়ার্ড বেন ব্রেরেটন।
ম্যাচে মাঝমাঠে দারুণ পারফর্ম করেন হামজা চৌধুরী। যদিও ৬৯তম মিনিটে একটি ফাউলের কারণে তাকে হলুদ কার্ড দেখতে হয়, তবে গোটা ম্যাচজুড়ে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি ৪টি ক্লিয়ারেন্স, ৪টি ট্যাকেল, ১টি ব্লক এবং ৮২ শতাংশ সঠিক পাস দেন।
এই জয়ের ফলে ৪৩ ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬ পয়েন্টে। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে উন্নীত হয়। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা চারটি দল পরে প্লে-অফের মাধ্যমে তৃতীয় দল হিসেবে ইপিএলে জায়গা করে নেয়।
এই অবস্থায় সরাসরি প্রিমিয়ার লিগে উঠতে হলে শুধু নিজেদের বাকি তিনটি ম্যাচ জিতলেই চলবে না, বরং শীর্ষে থাকা দলগুলোর পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে হামজাদের শেফিল্ড ইউনাইটেডকে।
অন্যদিকে, হারের ফলে কার্ডিফ সিটি আরও বেশি করে অবনমনের শঙ্কায় পড়েছে। ৪৩ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৪৬ পয়েন্ট, যা টেবিলের নিচের দিকেই অবস্থান করছে।
চ্যাম্পিয়নশিপের মৌসুম শেষের দিকে এসে নাটকীয় মোড় নিচ্ছে। প্রতিটি ম্যাচেই এখন ভাগ্য বদলের হাতছানি। লড়াইটা কঠিন হলেও শেফিল্ড ইউনাইটেড এখনও লড়াইয়ে আছে—এটাই বড় কথা। শেষ পর্যন্ত তারা স্বপ্ন পূরণ করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না