আমার জন্য যদি বাঁচে একটি প্রাণ তাহলে কেন করবো না, আমারা রক্ত দান এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতার সেবায় নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে ‘স্বেচ্ছায় রক্ত সেবা’ সংগঠন। এ সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো মানুষের শরীরে প্রয়োজনীয় উপাদান রক্ত, বিনামূল্যে সেচ্ছায় দান করে মানুষকে সুস্থ করে গড়ে তোলা। মানুষের মুখে হাসি ফুটানো। এ মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বাগেরহাট জেলার জিলবুনিয়া তালতলায় প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্ত সেবা সংগঠন।
সংগঠনের পরিচালক এস এম রিয়াজুল ইসলাম বলেন, পিরোজপুর ও বাগেরহাট জেলার সদস্যদের যৌথ প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে সংগঠনটি। রোগী বা তার আত্মীয়-স্বজনেরা আমাদের সঙ্গে প্রতিদিন তাদের প্রয়োজনীয় রক্তের জন্য যোগাযোগ করছে। আমার রোগীর চাহিদানুযায়ী রক্ত দিতে পারছি। কারো রক্তে প্রয়োজন হলে স্বেচ্ছায় রক্ত সেবা সংগঠনের সাথে যোগাযোগ করেত পারেন।
সুমাইয়া আক্তার (২২) নামের এক রোগী বলেন, আমার সিজারের জন্য (AB+) রক্ত প্রয়োজন পড়ে। আমি স্বেচ্ছায় রক্ত সেবা সংগঠনের সঙ্গে যোগাযোগ করি।তারা বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দেন।আমি এখন সুস্থ আছি।
আনিকা আক্তার (২৫) নামের আরেক রোগী বলেন, আমার সিজারের জন্য (B-) রক্তের দরকার হলে আমি এ সংগঠনের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে বিনামূল্যে রক্ত দান করেন।
খগেন বৈরাগী (৬৫) বলেন, আমি (AB+) রক্ত শূন্যতায় ভুগতেছিলাম। স্বেচ্ছায় রক্ত সেবা সংগঠনের সাথে যোগাযোগ করি, তারা আমকে বিনামূল্যে রক্ত প্রদান করে।সংগঠনটি পিরোজপুর ও বাগেরহাটবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। আমি এ সংগঠনের উন্নতি কামনা করি।
এ সংগঠনের সাথে যারা কাজ করেন তারা হলেন- বাগেরহাটঃ রিয়াজুল ইসলাম, মহিদুল ইসলাম, নিশাত মিত্র, আমানুল্লাহ, নাছির শেখ, চিন্ময় ডালি, সজল, আজিজুল, অনু আক্তার, জান্নাত ইসলাম, নাইম শেখ, মাছুম শেখ, সজিব শেখ, আরিফুল ও রাব্বি শেখ প্রমুখ। পিরোজপুরঃ মোহাম্মাদ শিমুল, নাজমুল ইসলাম, রাকিব শেখ, সুমাইয়া ইসলাম, মুসকান মিম, নয়ন শাহাসহ আরো অনেকে।