চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় এক মা ও তার ছেলেসহ মোট ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, আটজন নারী এবং আটজন শিশু।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুরে অবস্থানরত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বাসস্ট্যান্ড এবং সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালিনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের বাসিন্দা পুতুল দাস (৪৯) ও তার ছেলে তাকের দাস (২৫) রয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।
সাইফুল ইসলাম বলেন, "আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।"
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকাগুলোতে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সূত্র:কালবেলা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না