ভ্যানকুভার, ২৪ এপ্রিল — ইনজুরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মাঠে নামেন লিওনেল মেসি। তবে তার উপস্থিতিও ইন্টার মায়ামিকে জয় এনে দিতে পারেনি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যানকুভার এফসির বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
ভ্যানকুভারের ঘরের মাঠ বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াইয়ে নামে দুই দল। গোলের জন্য উভয় দলই ৯টি করে শট নেয়, কিন্তু কার্যকরিতায় এগিয়ে ছিল স্বাগতিক ভ্যানকুভার। তাদের ৫টি শট ছিল লক্ষ্যে, আর ইন্টার মায়ামির মাত্র দুটি।
ম্যাচের ২৪তম মিনিটে ব্রায়ান হোয়াইটের হেড থেকে এগিয়ে যায় ভ্যানকুভার। সতীর্থের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি গোল শোধে মরিয়া হয়ে খেললেও সফল হতে পারেনি। বরং ম্যাচের ৮৫তম মিনিটে ডান দিক থেকে ডেজেন নেলসনের পাস ধরে গোলকিপার অস্কার উস্তারিকে কাটিয়ে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেবাস্তিয়ান বারহাল্টার।
সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ১ মে, ইন্টার মায়ামির ঘরের মাঠে। সে ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে যাবে মেসিদের জন্য।
সংগৃহিত প্রতিবেদন
সিলেট টেস্ট চলাকালেই হৃদরোগে বিসিবির কর্মকর্তা ইকরাম চৌধুরীর মৃত্যু
শান্ত-জাকেরের দৃঢ়তায় এগিয়ে বাংলাদেশ, সিলেট টেস্টে লিড ১১২ রান
বৃষ্টিতে শুরু হয়নি দিনের খেলা, সিলেটে অপেক্ষায় দুই দল
হামজার সঙ্গে দুর্ব্যবহার, অভিযুক্ত বার্নলি সমর্থকরা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না