বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “শ্রমিক-মালিক সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, শত্রুতার নয়—এটাই ইসলামের শিক্ষা। শ্রমিক তার ন্যায্য অধিকার না পেলে শিল্প এগোবে না। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে শ্রমিকরাও বাঁচবে—এই বাস্তবতা মালিক ও শ্রমিক উভয়কে উপলব্ধি করতে হবে।”
তিনি আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
ডা. শফিকুর রহমান আরও বলেন, “একটি চক্র শ্রমিক-মালিকের মধ্যে কৃত্রিম সংকট সৃষ্টি করে ফায়দা লুটছে। শ্রমিকরা বুঝে না, কর্মস্থল নষ্ট হলে তাদের দাবি কোথায় জানাবে? অন্যদিকে কিছু মালিক অধিক মুনাফার লোভে শ্রমিকের পেটে আঘাত করছে। ফলে শ্রমিকরা উৎসাহ হারাচ্ছে। এতে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই শ্রমিক-মালিক দ্বন্দ্বের অবসান।”
তিনি বলেন, “শ্রমিকদের অনেক ক্ষেত্রেই যথাযথ মূল্যায়ন করা হয় না। তাদের কর্মপরিবেশ এখনো অমানবিক। মালিকদের উচিত শ্রমিকদের ভালোবাসা ও সম্মান দেওয়া। তখন শ্রমিকরাও তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবে। আমি বিশ্বাস করি শ্রমিকের ঘামের প্রতিটি ফোঁটা হালাল উপার্জনের প্রতীক, যা আমার কাছে আতরের মতো। রাসুল (সা.) বলেছেন, শ্রমিকরা ৫০০ বছর আগে জান্নাতে যাবে।”
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “৩৬৪ দিন শ্রমিকের অধিকার উপেক্ষিত হয়। যদি প্রকৃত সম্মান দেওয়া হতো, তাহলে বাংলাদেশে আদর্শ রাষ্ট্র গড়ে উঠত। শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলন করছে।"
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের ঐতিহাসিক জমায়েতের মাধ্যমে প্রমাণ করেছে যে, শ্রমিকরা এখন ইসলামি আদর্শভিত্তিক নতুন ধারা গ্রহণ করছে। ষাটের দশকে সমাজতান্ত্রিক ধারার নামে শ্রমিক-মালিক দ্বন্দ্ব সৃষ্টি করে দেশের শ্রমিক আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশন বলেছিল—না, শ্রেণি সংগ্রাম নয়; সত্য ও মিথ্যার দ্বন্দ্বই পৃথিবীর ইতিহাস। সৎ মালিক ও সৎ শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় কলকারখানা চলবে, অর্থনীতি এগোবে।”
সভাপতির বক্তব্যে আ. ন. ম. শামসুল ইসলাম বলেন, “যেখানে শ্রমিক নির্যাতিত, নিপীড়িত—সেখানে তাদের ন্যায্য দাবি আদায়ে ইসলামী শ্রমনীতি অনুসরণ করতে হবে। আল্লাহর রাসুল (সা.) যেভাবে শ্রমনীতির রূপরেখা দিয়েছেন, তা অনুসরণ করলেই শ্রমিকদের সমস্যা থাকবে না। শ্রমিক কল্যাণ ফেডারেশন সে কাজটিই করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের অধিকার ফিরিয়ে আনব।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ