ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার তেল আবিব ও হাইফাকে লক্ষ্য করে নবম দফায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ হামলা ভোর পর্যন্ত চলবে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির উত্তরের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন সতর্কতা সক্রিয় করা হয়েছে।
এ সময় ইসরাইলের নাগরিকদের আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ইসরাইলে ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
হাইফায় তেল শোধনাগারে আঘাত
হাইফাভিত্তিক বাজান গ্রুপ জানিয়েছে, বাষ্প ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত তাদের একটি বিদ্যুৎকেন্দ্র ইরানের হামলায় উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার পর এটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। নিহত হয়েছে অন্তত তিনজন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই