বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং তার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আজ রোববারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা।
আজ সকাল সাড়ে ১০টা থেকেই তারা নগর ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন।
এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে তারা নগর ভবনের সামনে অবস্থান নেন। ওই দিন নগর ভবনের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে সংহতি জানান সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন।
প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই আন্দোলন। ১৪ মে থেকে ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন চালিয়ে আসছেন কর্মীরা। তারা ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যকারিতা স্থগিত এবং ইশরাককে শপথ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়। এ আদেশ স্থগিত চেয়ে করা লিভ টু আপিলও আপিল বিভাগ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আপিল বিভাগ তাদের পর্যবেক্ষণে বলেছে, ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন।
নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।
এদিকে, চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনের দায়ের করা মামলায় রায় দেন, যেখানে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ