আজ ১৫ এপ্রিল, মঙ্গলবার, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ও বৃহত্তম ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট ব্যাংকার ও যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মুহাম্মদ ওমর খান।
এই গৌরবময় অর্জনে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক হিসেবে একটি সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ ব্যাংকের প্রধান কার্যালয়ের এমডি সেক্রেটারিয়েটে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারকটি জনাব মুহাম্মদ ওমর খানের হাতে তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খ্যাতনামা পরিবেশ বিজ্ঞানী ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মুহাম্মদ সোলায়মান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় জেনারেল কাউন্সিলের সদস্যবৃন্দ—জনাব মুহাম্মদ শাহিনুল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম ও মুহাম্মদ আব্দুস সালাম খান, প্রমুখ।
(নিজস্ব প্রতিনিধি)
পহেলা অগ্রহায়ণে ফিরে আসুক বাংলা নববর্ষ
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না