ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৮ মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে অঞ্চলটি পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তিনি হামাস নির্মূলের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) গাজা সফর করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, গাজার উত্তরাঞ্চলে সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহুর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সামরিক কমান্ডাররা।
সেখানে তিনি বলেন, “হামাসকে আরও কঠিন আঘাতের মুখোমুখি হতে হবে। আমরা তাদের নির্মূল করবো।” তিনি আরও বলেন, “ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘ইসরায়েল ধ্বংসের’ মন্তব্য প্রমাণ করে যে, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য এই যুদ্ধ চালিয়ে যাওয়া জরুরি।”
এদিকে, ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও স্থল হামলায় প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মাসে ইসরায়েলি হামলায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর থেকে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।
এছাড়া গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা ও নিখোঁজ বহু ফিলিস্তিনিকেও মৃত হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এতে মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজার ৮৫ শতাংশ মানুষ নিজেদের বাসস্থান হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহ থেকে নতুন করে বিমান হামলা শুরু হয়। এ সময় হামাসের সঙ্গে মতানৈক্য এবং গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুতে সংঘর্ষ আবারও বেড়ে যায়।
এই নতুন ধাপে ১৮ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৩০ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলের এই আগ্রাসনের কারণে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলমান রয়েছে।
এদিকে, জিম্মি বিনিময়ে যুদ্ধবিরতির যে প্রস্তাব ইসরায়েল দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনা পাহারায় আটক থাকা একজন বন্দির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ ওই স্থানে ইসরায়েল “সরাসরি বোমাবর্ষণ” করেছে।
গাজার বর্তমান মানবিক পরিস্থিতিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ‘চরম সংকট’ হিসেবে উল্লেখ করেছে।
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
গ্রেফতারি আবেদন শুনেই লন্ডন ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না